হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সেই মাঠেই শুরু হলো বাণিজ্য মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শনিবার বিকালে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

শত বিতর্কের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামেই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘১০ মে থেকে ১০ জুন পর্যন্ত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে। এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন। সেই নির্দেশনা সব দোকানদারকে দেওয়া হয়েছে। এ জেলার পণ্য ছাড়াও অন্য জেলার পণ্য চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শনিবার বিকালে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

আব্দুল ওয়াহেদ আরও বলেন, ‘মেলা শেষে খেলার মাঠের চিত্র আমরা পরিবর্তন করে দেব। এটা আমরা এজন্য করব যে যাতে পরবর্তী সময়ে এই মাঠটি পেতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। আর জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের সিকিউরিটি জমা আছে। আমরা এটা ঠিক না করে দিলে টাকা ফেরত পাব না।’

মেলা উদ্বোধনের সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই করতে হবে। পাশাপাশি দেশীয় শিল্পপণ্যের বিকাশ ঘটানোর জন্য এই টাইপের প্রচার এবং প্রসার ঘটাতে হবে।’

এর আগে গত ২৯ এপ্রিল আজকের পত্রিকায় ‘স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মাসব্যাপী মেলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সমালোচনার মধ্যেই মেলা শুরু হলো।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল