হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তের ২০০ গজের মধ্যে বিএসএফের দুই বাঙ্কার নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার বিএসএফ সদস্যরা দুটি বাঙ্কার নির্মাণ করে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার (৯ মে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি বাঙ্কার নির্মাণ করেছে। এতে সীমান্ত এলাকার বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি ও সীমান্তের বাসিন্দারা জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে জনসাধারণকে সীমান্তে না যাওয়ার ব্যাপারে বলা হয়েছে বিজিবির পক্ষ থেকে। তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। যদিও কিছুদিনের মধ্যে উত্তেজনাপূর্ণ কোনো কিছুই হয়নি। তবে ‍সীমান্তের বাসিন্দারা কিছুটা আতঙ্কে রয়েছেন।

চরধরমপুর বিওপির নায়েক সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার বিএসএফ সদস্যরা দুটি বাঙ্কার নির্মাণ করে। ছবি: আজকের পত্রিকা

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। সিও আরও বলেন, ‘যেহেতু তারা সীমান্তের দেড় শ গজের বাইরে করেছে, সেহেতু এ বিষয়ে প্রশ্ন তোলার কিছু নেই। তারা করেছে। আমরাও করতে পারি। এখানে অনুমতি লাগবে না। আমাদের টেনশনেরও কোনো কারণ নেই।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে