বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হলেন মো. নজরুল ইসলাম। তিনি বুধবার (২৫ আগস্ট) এ পদে যোগদান করেছেন।
২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার মো. নজরুল ইসলাম সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরে যোগ দেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নওগাঁ জেলার নিয়ামতপুর ও মান্দা উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নাটোর জেলার লালপুর উপজেলায় দায়িত্ব পালন করে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন এবং সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম গত ৮ মার্চ উপসচিব পদে পদোন্নতি পান।
কর্মজীবনের প্রথমে তিনি কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সিওডিএ)-এর প্রভাষক (২০০৪-২০০৫) এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক (ইংরেজি ভার্সন, ২০০৬-নভেম্বর/ ২০০৮) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক যুগ্ম সম্পাদক।