হোম > সারা দেশ > রাজশাহী

জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁর নামে জুলাই গণ–অভ্যুত্থানে রিকশাচালক আব্দুল মান্নান হত্যার মামলা রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নুনগোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া ডিবির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই আরিফুল জানান, জুলাই আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলার এজাহারনামীয় আসামি শহিদুল ইসলাম। গত সেপ্টেম্বর মাসে তাঁর নামে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ২০২২ সালেই দল থেকে শহিদুল ইসলাম সরকারকে বহিষ্কার করা হয়। সেই থেকে তাঁর বিএনপির সঙ্গে কোনো কর্মকাণ্ডে নেই।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল