হোম > সারা দেশ > নাটোর

লালপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত ১ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বিদ্যুতায়িত হয়ে রাসেম আলী (৩৩) নামের এক বিদ্যুৎসংযোগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, নিহত রাসেম উপজেলার বালিতিতা ইসলামপুর (সরকারপাড়া) গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটিতে ডিশলাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পড়ে আহত হন রাসেম আলী। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম জানান, রাসেম আলী বৈদ্যুতিক খুঁটি থেকে মারাত্মকভাবে আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান জানান, ডিশলাইন ব্যবসায়ীরা অবৈধভাবে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে থাকেন। খুঁটিতে উঠে সংযোগ লাইনে বিপজ্জনকভাবে কাজ করেন তাঁরা। এ ধরনের দুর্ঘটনা এড়াতে যেকোনো ধরনের সংযোগ লাইনে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার নিষিদ্ধ করে প্রচারণা চালানো হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল