হোম > সারা দেশ > জয়পুরহাট

ভোরের আলোয় জমে উঠেছে পাঁচশিরার টাটকা মাছের বাজার 

প্রতিনিধি

কালাই (জয়পুরহাট): কালাইয়ের পাঁচশিরা এলাকায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমে ওঠে টাটকা মাছের বাজার। আজ বুধবার সকাল থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে। এরই মধ্যে ছাতা নিয়ে টাটকা মাছ কিনতে এসেছেন অনেক লোক। স্থানীয় পুকুর ও নদী থেকে ক্রেতারা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন এখানকার মাছের আড়তে। 

সরেজমিনে দেখা গেছে, অনেকে আড়ত থেকে মাছ কিনে বিক্রি করছেন। আবার অনেকে বৃষ্টিতে নিজের ধরা মাছ নিয়ে এসেছেন। তবে বৃষ্টি থাকার কারণে অন্য দিনের তুলনায় মাছের দাম তুলনামূলক অনেক কম। তাই বেশির ভাগ লোক বেশি করে দেশি মাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

স্থানীয় এক মাছ ব্যবসায়ী তাজমহল বলেন, `আমরা স্থানীয় পুকুর ও নদী থেকে মাছ কিনে এনে বিক্রি করি। এই বাজারে অনেক টাটকা মাছ পাওয়া যায়। তাই অনেক দূর থেকে লোকজন মাছ কিনতে আসে। ফলে এই বাজারে সব সময় মানুষের আনাগোনা লেগেই থাকে।'

নাজির হোসেন নামে আরেক মাছ ব্যবসায়ী বলেন, বাজারে দেশি কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, রুই প্রতি কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, পাঙাশ প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা, বড় সিলভার কার্প প্রতি কেজি ২৫০ টাকা, দেশি শিং-মাগুর প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা এবং ট্যাংরা প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি করছি। অন্যান্য সময়ের চেয়ে এখন মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। তাই অনেকেই বেশি করে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা