হোম > সারা দেশ > বগুড়া

সালিসে মারধরে আহত যুবকের মৃত্যু, চাচা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় সালিসে চাচার মারধরে আহত যুবক রায়হানের (২৫) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর নিহতের চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে বগুড়ার শেরপুর শহর এলাকা থেকে শহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে।

মামলায় নিহতের চাচা শহিদুল ইসলামসহ ৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ধুনট থানায় এ মামলা করেন নিহতের স্ত্রী সালমা আক্তার সামু।

গ্রেপ্তার শহিদুল ইসলাম হেউটনগর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত রায়হান হেউটনগর পশ্চিমপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। একই গ্রামের শহিদুলের তিন বছর বয়সী নাতি হাসানের সঙ্গে খেলতে গিয়ে প্রতিবেশী রনজু মিয়ার তিন বছর বয়সী ছেলে ইব্রাহিম আহত হয়। এ ঘটনায় হাসানের মা রুমি খাতুন অকথ্য ভাষায় ইব্রাহিম ও তাঁর পরিবারের লোকজনকে গালিগালাজ করতে থাকে।

এ সময় নিহত রায়হানের মা রাহেনা খাতুন তাকে গালাগাল করতে নিষেধ করায় কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসানের বাবা রাশেদ ও মা রুমি খাতুন নিহত রায়হানের বাবা ও মাকে মারধর করে।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশী মোজাম্মেল হকের বাড়িতে উভয় পক্ষের সালিস বৈঠক বসে। ওই বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হানকে তাঁর চাচা শহিদুল ইসলাম ও তাঁর ছেলে রাশেদসহ ৫ জন মারধর করে আহত করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরদিন বুধবার রায়হান হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’ 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার