নাটোরের নলডাঙ্গায় নলডাঙ্গা-মাধনগর রোডের কাচারিপাড়া এলাকায় সড়কের বেহাল দশার কারণে মালবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। তবে এ সময় কেউ আহত হননি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়কের বেহাল অবস্থার কারণে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদের পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা ৩০০ বস্তা গুঁড়াও খাদে পড়ে গেছে। এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
ট্রাক চালক মো. বায়জিত প্রধান বলেন, গুঁড়া নিয়ে গোপালগঞ্জ থেকে আত্রাই উদ্দেশ্যে রওনা হই। সড়কের বেহাল দশার কারণে মাধনগরের কাচারিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।