হোম > সারা দেশ > নওগাঁ

১৯ বছর পর আত্রাইয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

১৯ বছর পর নওগাঁর আত্রাইয়ে রতন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হামিদ উপজেলার সাহেবগঞ্জ দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রতন খন্দকার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

রতন খন্দকারের ছোট ভাই রিপন খন্দকার জানান, ২০০৪ সালের ১৬ মে পারিবারিক দ্বন্দ্বের জেরে তার বড় ভাই রতনকে পিটিয়ে হত্যা করে আব্দুল হামিদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিলেন। ওই মামলার রায়ে আদালতের বিচারক হামিদকে মৃত্যুদণ্ড এবং আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া একজন খালাস পান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, রতন হত্যা মামলার রায়ে আদালত হামিদকে ২০০৯ সালে মৃত্যুদণ্ড দেয়। ঘটনার পর থেকে হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা