হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মেডিকেলে ভর্তির অর্থ পেলেন নুরুল ইসলাম

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নুরুল ইসলাম মেডিকেলে ভর্তির জন্য অর্থ সহযোগিতা পেয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসন ও সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজ থেকে নুর ইসলামকে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। 

মেডিকেলে ভর্তির অর্থ পেয়ে নুর ইসলাম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

ইউএনও মেরিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নুর ইসলামের ভর্তির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার এবং সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। 

এ সময় কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিক আহমেদ, সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর কুমার ভট্টাচার্য, ওই কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে ২০ মার্চ আজকের পত্রিকায় ‘মেডিকেলে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের