হোম > সারা দেশ > বগুড়া

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি 

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের পর আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। ছবি: আজকের পত্রিকা

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে হোসাইন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। এ সময় আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। এত ট্রাকগুলোর বেশ কয়েকজন আহত হন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সিদ্দিক আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক ওয়াইমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা দ্রুতগতির আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের

ওসি আরও বলেন, পাথরবোঝাই ট্রাক ও বালুর ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে পাথরবোঝাই ট্রাকে আটকা পড়া চালক হোসাইন মারা যায়।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা