হোম > সারা দেশ > রাজশাহী

 ২৫ বছর পলাতক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি কারাগারে

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

২৫ বছর পলাতক নাটোরের নলডাঙ্গা আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার র‍্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। নিহত আমজাদ হোসেনও একই গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর তারা পালিয়ে যান। 

 ২০১৬ সালে আদালত শাহাদত হোসেন ও নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করে। ২৫ বছর পলাতক থাকার পর গত বুধবার তাদের দুজনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র‍্যাব-১ গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১ সিপিসি-৩ ২৫ বছর পলাতক দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু