হোম > সারা দেশ > রাজশাহী

 ২৫ বছর পলাতক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি কারাগারে

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

২৫ বছর পলাতক নাটোরের নলডাঙ্গা আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার র‍্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। নিহত আমজাদ হোসেনও একই গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর তারা পালিয়ে যান। 

 ২০১৬ সালে আদালত শাহাদত হোসেন ও নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করে। ২৫ বছর পলাতক থাকার পর গত বুধবার তাদের দুজনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র‍্যাব-১ গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১ সিপিসি-৩ ২৫ বছর পলাতক দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার