হোম > সারা দেশ > রাজশাহী

২০ বছর পর মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে ২০ বছর আত্মগোপনে ছিলেন রাজশাহীর তানোরের আব্দুস সাত্তার (৬৫)। অবশেষে গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মেয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুস সাত্তার তানোরের কলমা ইউনিয়নের কিসমত বিল্লী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত গরিবুল্লাহ।

পুলিশের বলছে, আব্দুস সাত্তার কুখ্যাত ডাকাত ছিলেন। ১৯৯৯ সালের ৯ মার্চ তানোর থানায় তাঁর বিরুদ্ধে একটি ডাকাতির মামলা হয়। মামলা নম্বর-৮। পরে আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। দণ্ডবিধি ৩৯৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই মামলায় আসামি আব্দুস সাত্তারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন রাজশাহীর দায়রা জজ আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড হয় তাঁর।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মেয়ের বাড়ি থেকে সাজা পরোয়ানা মূল আসামি আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘আদালতে কারাদণ্ড হওয়ার পর আত্মগোপনে চলে যান আব্দুস সাত্তার। সীমান্ত পেরিয়ে ভারতের মুর্শিদাবাদে চলে যান তিনি। সেখানে গিয়ে শ্রমিকের কাজ করতেন। মাঝেমধ্যে মেয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা এলাকায় আসতেন তিনি। কিন্তু নিজ এলাকায় ফেরেননি ২০ বছর। পরে শুক্রবার দিবাগত রাতে মেয়ের বাড়িতে তাঁর অবস্থান নিশ্চিত হয় পুলিশ। ওই রাতেই অভিযান চালিয়ে মেয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার