হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন ৫ ইউপির ১৭ প্রার্থী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাঁরা ফরম জমা দিলেন। এর মধ্যে পাঁচজন আওয়ামী লীগ মনোনীত, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নয় জন, জাতীয় পার্টির ও জাসদ একজন করে এবং নির্দলীয় (স্বতন্ত্র) একজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

উপজেলা রিটার্নিং অফিসার হাসিবুল হাসান বলেন, উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন আলী, স্বতন্ত্র এসএম মাসুদ রানা মান্নান, ইলিয়াস পারভেজ, জোনাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তোজাম্মেল হক, স্বতন্ত্র আবুল কালাম আজাদ, নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নিলুফার ইয়াসমিন ডালু, স্বতন্ত্র সামসুজ্জোহা সাহেব, নুপুর আক্তার, ইয়াসিন আলী, জাসদ মনোনীত আবুল হাসেম ভান্ডারী, গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, স্বতন্ত্র আব্দুস সালাম, জাতীয় পার্টি নাজমুল হক খান এবং চান্দাই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত শাহনাজ পারভীন, স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান, এসএম মেহেদী পারভেজ মনোনয়ন জমা দিয়েছেন। 

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, এসএম মাসুদ রানা মান্নান বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইলিয়াস পারভেজ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, আবুল কালাম আজাদ জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা সাহেব, ইয়াসিন আলী নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম মেহেদী পারভেজ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য বলা হয়েছে। তারা প্রত্যাহার না করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর