বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগলে এর চালক শাকিব হোসেন (২৬) নিহত হন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোটাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শাকিব হোসেন নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর গ্রামের সামছুল হকের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সান্তাহার-নওগাঁ প্রধান সড়কের ফেমাস ক্লিনিকের সামনে চার্জারচালিত একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেল নিয়ে ধাক্কা খান শাকিব। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।