হোম > সারা দেশ > রাজশাহী

 ‘র‍্যাগিংয়ে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা’

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং ও যৌন হয়রানিবিরোধী শোভাযাত্রা বের করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন ছাত্রলীগেরা নেতা-কর্মীরা।

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমরা এই আয়োজন করেছি। আজকের পদযাত্রার মাধ্যমে ছাত্রলীগের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা একটা মেসেজ দিতে চেষ্টা করেছি। কেউ যাতে এসব কাজের সঙ্গে জড়িত না থাকে।’

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যেখানে র‍্যাগিং বা যৌন হয়রানি হবে, সেখানেই প্রতিবাদ হবে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী যদি এগুলোর সঙ্গে জড়িত থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সচেতনতা বৃদ্ধি এবং কোনো অনৈতিক কাজের সঙ্গে ছাত্রলীগ যেন জড়িত না থাকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করতে আজকের আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা