হোম > সারা দেশ > রাজশাহী

 ‘র‍্যাগিংয়ে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা’

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং ও যৌন হয়রানিবিরোধী শোভাযাত্রা বের করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন ছাত্রলীগেরা নেতা-কর্মীরা।

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমরা এই আয়োজন করেছি। আজকের পদযাত্রার মাধ্যমে ছাত্রলীগের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা একটা মেসেজ দিতে চেষ্টা করেছি। কেউ যাতে এসব কাজের সঙ্গে জড়িত না থাকে।’

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যেখানে র‍্যাগিং বা যৌন হয়রানি হবে, সেখানেই প্রতিবাদ হবে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী যদি এগুলোর সঙ্গে জড়িত থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সচেতনতা বৃদ্ধি এবং কোনো অনৈতিক কাজের সঙ্গে ছাত্রলীগ যেন জড়িত না থাকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করতে আজকের আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড