হোম > সারা দেশ > নাটোর

প্রতিমন্ত্রী পলকের গণশুনানি: ওসি মিজানকে বিকেলে প্রত্যাহারের আদেশ সন্ধ্যায় বাতিল

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানিতে নানা অনিয়মের অভিযোগ ওঠা নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনসে প্রত্যাহার করার আদেশ বাতিল করা হয়েছে।

গণশুনানির এক দিনের মাথায় আজ সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মিজানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে সন্ধ্যায় আরেকটি পত্রে সংযুক্তি আদেশ বাতিল করা হয়। 

ওসিকে প্রত্যাহারের বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ সুপার তারিকুল আজ সোমবার গণশুনানির বিষয়টি এড়িয়ে বলেন, ‘সিংড়া থানার ওসির বদলি রুটিন ওয়ার্ক। দ্রুত সিংড়া থানায় নতুন ওসি পোস্টিং করা হবে।’ তবে আদেশ বাতিলের বিষয়টি জানতে চেয়ে সন্ধ্যায় কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গতকাল রোববার সিংড়া উপজেলার বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে কোর্ট মাঠে গণশুনানি করেন প্রতিমন্ত্রী পলক। এ সময় অর্ধশত ভুক্তভোগী অভিযোগ করেন, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া, চুরি, জমি দখল, মাদক কারবার, সন্ত্রাসীদের হুমকিসহ নানা অভিযোগ নিয়ে থানায় গেলেও ওসির সহযোগিতা পান না। তখন ওসি সহযোগিতা না করার বিষয়টি এড়িয়ে প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এতে করে প্রতিমন্ত্রী ওসি মিজানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর