বগুড়া শেরপুরে প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে অভিযুক্ত যুবক রুবেল আহম্মেদকে (৩০) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।
মামলায় সূত্রে জানা গেছে, ওই তরুণী জন্ম থেকে বাক্প্রতিবন্ধী। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়। গতকাল রোববার সকালে তাঁর স্বামী ও শ্বশুর কাজের জন্য বাইরে বের হলে তিনি বাসায় একা ছিলেন। এ সময় দুপুর ১টার দিকে রুবেল বাড়িতে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ করেন।
বাড়ির লোকজন আসলে ভুক্তভোগী তরুণী তাঁদের বিষয়টি জানান। সেদিন রাতে তরুণীর বাবা শেরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ আজ সকালে রুবেলকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, ওই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।