হোম > সারা দেশ > রাজশাহী

বইয়ের ভেতর লুকানো ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বইয়ের ভেতর লুকানো একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শিহাব আলী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সোনাপুরে। 

গতকাল শনিবার রাতে উপজেলার সোনাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। 

গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরে একটি ভ্যানগাড়ির গতিরোধ করে বিজিবি সদস্যরা। এ সময় শিহাব দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধরে কাছে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। একটি বই কেটে বিশেষ কায়দায় অস্ত্রটি লুকিয়ে পাচার করছিলেন তিনি। 

অধিনায়ক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমন্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আসছে। গত সাত মাসে শুধু ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ১১টি আগ্নেয়াস্ত্র ও ৪৫ রাউন্ড গুলি জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে আটজনকে। 

সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের বলেন, বিজিবির দায়ের করা মামলায় শিহাবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়