হোম > সারা দেশ > রাজশাহী

বোমা বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন কলেজছাত্রের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

বোমা বিস্ফোরিত হয়ে আহত কলেজছাত্র সজিব হোসেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেন (২০) নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের এক আমবাগানে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আহত সজিব হোসেন উপজেলার জোতরাঘব উচ্চবিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক সাজিয়া খান তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) তিনজন মিলে নিজ এলাকার এক আমবাগানে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। সহযোগী রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার রাকিব ও শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। রাকিব ও শাকিব স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পটকা (বোমা) তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের সজিব হোসেনের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তারা কোনো পরিকল্পনা করার জন্য এ ঘটনা করেনি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের ঈদমেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরণ আইনে মামলা করা হবে।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী