হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি। ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাই এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা বলেন, রাজশাহী থেকে নিতপুরগামী বাসটি রাত পৌনে ৯টায় ছেড়ে আসে। রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখে বাসের গতি কমিয়ে দেওয়া হয়। এ সময় একটি মাইক্রোবাসও আটকা পড়ে। মুহূর্তের মধ্যে মুখোশধারী একদল দুর্বৃত্ত বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়। এ সময় মাইক্রোবাসের চালককে মারধর করা হয়।

জানতে চাইলে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে বাস থামিয়ে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে