হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে জিংক সমৃদ্ধ নতুন জাতের ধান চাষ শুরু 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু-১০০’ জাতের ধানের চাষ করা হয়েছে। জিংক সমৃদ্ধ নতুন জাতের উৎকৃষ্ট মানের ওই ধান কৃষকেরা দ্বিগুণ ফলনের স্বপ্ন দেখছেন। 

উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, চলতি বোরো মৌসুমে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের কৃষক জাহের আলীর তিন বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে ওই জিংক সমৃদ্ধ ধান চাষ করা হয়েছে। সম্প্রতি স্কেলিং আপ প্রিমিয়াম কোয়ালিটি রাইস ইন নর্দান রিজিয়ন অব বাংলাদেশের (এ্যাসেডস) নির্বাহী পরিচালক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বঙ্গবন্ধু-১০০ জাতের ওই ধানখেত পরিদর্শন করেছেন। 

পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের গড় ফলন হেক্টর প্রতি কমপক্ষে সাড়ে ৭০০ টন। যা অন্যান্য ধানের তুলনায় দ্বিগুণ ফলন। আগামী বছরে ওই ধান সারা দেশে ব্যাপকভাবে চাষ করা হবে। 

এ বিষয়ে কৃষক জাহের আলী বলেন, উপজেলা কৃষি অফিসের লোকজনের পরামর্শে তিন বিঘা জমিতে বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের চাষ করেছি। তাঁদের সহযোগীতা ও পরামর্শে ধান রোপণের পর থেকে সঠিক মাত্রায় সার, কীটনাশক ও পরিচর্যা করা হয়েছে। অন্যান্য জাতের ধানের চেয়ে ওই ধানের ফলন অনেকটাই বেশি হবে আশা করছি। ওই ধান এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। 

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু-১০০ নতুন জাতের ধানে পোকামাকড়ের আক্রমণ কম হয়। বালাইনাশক তুলনামূলকভাবে অন্যান্য ধানের চেয়ে কম লাগে। উপসী জাতের ধান কম সময়ে ধান কাটা যাবে এবং ফলনও হবে অনেক বেশি। 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড