হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা প্রকাশ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা এক দফা দাবি ‘শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই’ স্লোগানে মুখর করে তোলেন এলাকা। তাঁরা অভিযোগ করেন, দুর্ঘটনার প্রকৃত তথ্য গোপন রেখে গভীর রাতে হঠাৎ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীনতা। শিক্ষার্থীদের ক্ষোভ ও আলটিমেটামের মুখে জেলা প্রশাসক হোসনা আফরোজা নিচে নেমে এসে তাঁদের সঙ্গে কথা বলেন এবং দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক ঘিরে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে তাঁরা সেখান থেকে সরে এসে সাতমাথায় গিয়ে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজায় অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ নয়, দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা প্রকাশ, অনুপযুক্ত এয়ারক্রাফট দিয়ে প্রশিক্ষণ বন্ধ, বিমানবাহিনীর সংস্কার এবং প্রতিটি পরিবারকে সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো আমরা গুরুত্বসহকারে শুনেছি। সেগুলো দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার