রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ভাতিজি ও ফুফুর মৃত্যু হয়েছে। দুজনই শারীরিক প্রতিবন্ধী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফুপু হিরা খাতুন (২৪) ও ভাতিজি মেঘা খাতুন (৮)। দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা ও মোরশেদ আলীর মেয়ে মেঘা।
স্থানীয়রা জানান, প্রথমে মেঘা পুকুরের পানিতে ডুবে যায়। তাঁকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান। এতে দুজনেরই মৃত্যু হয়।
দুর্গাপুর মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে ভেতর দিয়ে যাওয়ার পথে পুকুরে ওই দুজনের লাশ পানিতে ভাসতে দেখি। এ সময় পাশেই মডেল মসজিদের নির্মাণকাজের শ্রমিকদের সহযোগিতায় তাঁদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে, প্রথমে ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান।
ওসি আরও বলেন, হিরার স্বামী নয়ন আলীর অভিযোগ থাকায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। অন্যদিকে কোনো অভিযোগ না থাকায় মেঘার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।