হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে সরকারি প্রকল্পের কাঁচা রাস্তার মাটি ধসে পড়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামের সদর ইউনিয়নের সরকারি প্রকল্পের অধীনে নির্মিত কাঁচা রাস্তার মাটি ধসে পড়ে মোস্তাকিন হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন খাকসা পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় শাকিব হোসেন (১২) নামের আরেক শিশু আহত হয়েছে। সে ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বাগডোব গ্রামে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে (কাবিখা) খননযন্ত্র দিয়ে মাটি কেটে নতুন কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছিল। ফলে রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়। সেই গর্তে খেলা করছিল মোস্তাকিন হোসেনসহ কয়েক শিশু। এ সময় বৃষ্টি শুরু হলে নতুন নির্মিত রাস্তার পাড়ের মাটির নিচে চাপা পড়ে মোস্তাকিন হোসেন মারা যায়। আহত অবস্থায় শাকিব হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিন আলী বলেন, দ্রুত শেষ করার জন্য খননযন্ত্র দিয়ে কাজ করা হচ্ছিল। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল