হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে স্কুলের পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পিকনিকের বাস। আজ বৃহস্পতিবার নগরের বুধপাড়া নতুন বাইপাস এলাকায়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিকের বাসে ধাক্কা দিয়েছে ট্রাক। এ দুর্ঘটনায় অর্ধশত শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে বেঁচেছে। তবে ট্রাকের চালক মো. সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী নগরের বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালকের বাড়ি নগরের বারোরাস্তা বাচ্চুর মোড় এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে বালুবাহী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। ভেতরে ট্রাকের চালক আটকে ছিলেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আর শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়।

আতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

রাজশাহীতে বাসে ধাক্কা দেওয়া ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার নগরের বুধপাড়া নতুন বাইপাস এলাকায়। ছবি: আজকের পত্রিকা

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে দুর্ঘটনা ঘটেছিল। ট্রাকচালক আহত হয়েছেন। এ ছাড়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাসের মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকমালিকের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। তাঁরা থানায় কোনো অভিযোগ করেননি।’

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার