হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

'কে দায়িত্ব নেবে অসহায় চার ভাই-বোনের'

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

বিয়ের তিন দিন পর গতকাল বুধবার ভাগনে এবং ভাগনের বউ আনার জন্য নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকা ১৩ রশিয়া যাচ্ছিলেন সূর্য নারায়ণপুর গ্রামের সাদিকুল ইসলাম, তাঁর স্ত্রী টকিয়ারা বেগম এবং পাঁচ বছর বয়সী কন্যা তাজরিন খাতুন। নদীর ধার দিয়ে নৌকা বয়ে যাচ্ছিল গন্তব্যের দিকে। পথে হঠাৎ শুরু হয় প্রচুর বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য নৌকা ভিড়ানো হয় পাকার তেলি খাড়ি ঘাটে। সবাই আশ্রয় নেন একটি টিন শেড ছাউনিতে। এমন সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান ১৭ নারী-পুরুষ এবং শিশু। এখনো চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। 

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর-ডাইল পাড়া গিয়ে দেখা যায়, একটি বাড়ির ভেতর তিন শিশুকে ঘিরে কিছু মানুষের জটলা। জিজ্ঞেস করলেই কয়েকজন নারী জানালেন শিশুদের মা-বাবা মারা গেছে বুধবারের বজ্রপাতে। আর সেই শিশুদের আদরের আরও একটি ছোট বোন তাজরিন (৫) বজ্রপাতে অসুস্থ হয়ে এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বাবা-মা হারানো শিশু শিহাব (১৩), তাঁর ছোট বোন সোনিয়া (১০), তানিয়া (৬) এবং তাজরিন (৫) এখনো বাকরুদ্ধ, কোন কথাই বলতে পারছে না তাঁরা। আত্মীয়স্বজনরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। 

মেয়ে এবং জামাইয়ের মৃত্যুর খবর শুনে বুধবার দুপুরেই চরবাগডাঙা থেকে জামাইয়ের বাড়িতে এসেছেন শিশুদের বৃদ্ধ নানি ফুনিয়ারা বেগম। এক সঙ্গে জামাই মেয়েকে হারিয়ে তিনিও বাকরুদ্ধ, অঝোরে কাঁদছেন। 

ফুনিয়ারা বেগম জানান, কৃষিসহ বিভিন্ন কাজ করে সংসার চালাতো জামাই সাদিকুল ইসলাম। তাঁদের আর্থিক অবস্থা তেমন ভালো না। এখন কীভাবে সংসার চলবে, কে দায়িত্ব নেবে অসহায় চার ভাই বোনের। এ এ ছাড়া আর কোন কথা বলতে পারেনি ফুনিয়ারা বেগম। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর