হোম > সারা দেশ > নাটোর

সিংড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৩ 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইক চালক আব্দুল আজিজ (৩২) সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনাল হকের ছেলে। নিহত অপর যাত্রী আব্দুল কুদ্দুস কবিরাজ (৫০) একই উপজেলার পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে। 

দুর্ঘটনায় আহতেরা হলেন—আব্দুল কাদের (৭০), জারু (২৫), কুরমান আলী (৪৫)। আহতদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ইজিবাইকচালক আব্দুল আজিজ সিংড়া উপজেলার বিয়াস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়া শহরে যাত্রা শুরু করে। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকচালক ঘটনাস্থলেই মারা যায়। আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত যাত্রী আব্দুল কুদ্দুসকেও মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’ 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা