হোম > সারা দেশ > নাটোর

সিংড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৩ 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইক চালক আব্দুল আজিজ (৩২) সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনাল হকের ছেলে। নিহত অপর যাত্রী আব্দুল কুদ্দুস কবিরাজ (৫০) একই উপজেলার পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে। 

দুর্ঘটনায় আহতেরা হলেন—আব্দুল কাদের (৭০), জারু (২৫), কুরমান আলী (৪৫)। আহতদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ইজিবাইকচালক আব্দুল আজিজ সিংড়া উপজেলার বিয়াস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়া শহরে যাত্রা শুরু করে। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকচালক ঘটনাস্থলেই মারা যায়। আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত যাত্রী আব্দুল কুদ্দুসকেও মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’ 

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা