হোম > সারা দেশ > নাটোর

নাটোরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তুলে নিয়ে মারধর: যুবলীগের কর্মীসহ গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে (৪৫) তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী নাজমুল হক বাবু (৩২) ও সুমন আহমেদ (৩০)। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (তদারক) আশরাফুল ইসলাম জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এদিকে গতকাল রাতে আহত চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন ও বাবুকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জমা দেন দেলোয়ার। এর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জোর করে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন ও তাঁর সহযোগীরা। পরে রাতে তাঁকে আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যান। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়