বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে সুকবর আলী আকন্দ (৫৬) নামের এক বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নসরতপুর স্টেশনের পশ্চিম হোম সিগনালের পাশে সান্তাহার থেকে পঞ্চগড়গামী আন্তনগর দোলনচাঁপা ট্রেনে কাটা পড়েন তিনি। তিনি আদমদীঘি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার লক্ষ্মীপুর গ্রামের সুকবর আলী আকন্দ নামের ওই ব্যক্তি নসরতপুর বাজার থেকে বাজার শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে রেল লাইন পারপার করার সময় সান্তাহার থেকে পঞ্চগড়গামী আন্তনগর দোলনচাঁপা ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।