হোম > সারা দেশ > নাটোর

নাটোরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১৭ জন খালাস

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় আরশেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিকে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া মিজানুর রহমান সিংড়ার শালিখা টলটলি পাড়া গ্রামের মৃত জটু প্রামাণিকের ছেলে। 

মৃত আরশেদ আলী উপজেলার শালিখা টলটলি পাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২১ সালের ১৮ জুলাই সকালে আরশেদ আলী তাঁর চাচা নজরুল ইসলামের সঙ্গে কয়েকজন মিলে জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ মিজানুর লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে আরশেদ আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরশেদ মারা যান। 

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন পলাতক আসামি মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশসহ গ্রেপ্তারি পরোয়া জারির নির্দেশ দেওয়া হয়েছে। 

আদালতের ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান একজনকে যাবজ্জীবন এবং ১৭ জনকে খালাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা