হোম > সারা দেশ > নাটোর

নাটোরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১৭ জন খালাস

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় আরশেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিকে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া মিজানুর রহমান সিংড়ার শালিখা টলটলি পাড়া গ্রামের মৃত জটু প্রামাণিকের ছেলে। 

মৃত আরশেদ আলী উপজেলার শালিখা টলটলি পাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২১ সালের ১৮ জুলাই সকালে আরশেদ আলী তাঁর চাচা নজরুল ইসলামের সঙ্গে কয়েকজন মিলে জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ মিজানুর লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে আরশেদ আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরশেদ মারা যান। 

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন পলাতক আসামি মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশসহ গ্রেপ্তারি পরোয়া জারির নির্দেশ দেওয়া হয়েছে। 

আদালতের ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান একজনকে যাবজ্জীবন এবং ১৭ জনকে খালাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড