হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ও খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২), ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০), গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মণ্ডল (৫৮) ও ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে আব্দুস সামাদ।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, বিস্ফোরক মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে নিশানকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই রাতে মাছ চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাবু মণ্ডলকে। এ ছাড়া টাকা–পয়সা লেনদেনসংক্রান্ত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের