হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে ডেঙ্গুতে চার রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত চার রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার সকালেই মারা গেছেন তিনজন। অন্যজন মারা গেছেন গতকাল বৃহস্পতিবার দুপুরে। এই চার রোগীর সবাইকেই রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু। 

শুক্রবার সকালে ডেঙ্গু-সংক্রান্ত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে রবিউল ইসলাম (৪২) নামের এক রোগী মারা যান। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রামে। পাঁচ দিনের জ্বর নিয়ে আগের দিন ভোররাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে মারা যান পুলক কুমার চক্রবর্তী (৭০) নামের এক বৃদ্ধ। গত ১৬ নভেম্বর তাঁকে ভর্তি করা হয়েছিল। সকাল ৭টার দিকে মারা যান মো. ফারুক (৪৩) নামের এক রোগী। তাঁর বাড়ি নওগাঁর আত্রাইয়ে। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়। ফারুকের মৃত্যুর ১৫ মিনিট পর মারা যায় আরাফাত (১৪) নামের এক কিশোর। তার বাড়ি রাজশাহীর বাঘায়। চার দিনের জ্বর নিয়ে আরাফাতকে ভর্তি করা হয়েছিল গত বৃহস্পতিবার। মারা যাওয়া চারজনের মধ্যে রবিউল ছাড়া অন্য তিনজন সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। 

হাসপাতাল পরিচালক জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত মোট ৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো এই হাসপাতালে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ১৭ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ৮৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১২৭ জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩ হাজার ৭৬৮ জনই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ জন রোগী। ছাড়পত্র পেয়েছে ৩৩ জন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল