হোম > সারা দেশ > নাটোর

মাদকে-জুয়ায় সব শেষ, গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর হাত কর্তন

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে মাদক আর জুয়ায় আসক্ত হয়ে সম্পদ প্রায় সব শেষ করেছেন আরিফ হোসেন (৫২)। এবার নেশার জন্য টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রী মোছা. আলেয়া বেগমের (৪৫) এক হাত কেটে ফেলেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর চণ্ডীগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আলেয়া বেগমের ভাগনে রকিবুল ইসলাম (২৪) বলেন, কিছুদিন আগে ৩ লাখ টাকায় কয়েকটি গরু বিক্রি করে নেশা ও জুয়ার আসরে শেষ করেন আরিফ হোসেন। এ নিয়ে পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো ফল হয়নি। বাড়ির বাকি গরু-ছাগল বিক্রি করে নেশার টাকা জোগাড় করা নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলেয়া বেগমের সঙ্গে ঝগড়া হয়।

রকিবুল ইসলাম আরও বলেন, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে বাঁ হাত কেটে ফেলেন। গুরুতর আহত আলেয়া বেগমকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আরিফ হোসেন একদিকে মাদকাসক্ত, সেই সঙ্গে নিয়মিত জুয়া খেলেন। বাড়ির গরু-ছাগল ও জিনিসপত্র বিক্রি করে নেশা ও জুয়ার টাকা জোগাড় করে নিঃস্ব হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন