হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান নিরুদ্দেশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত তিন সপ্তাহ ধরে নিরুদ্দেশ রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর থেকে চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন উপজেলা পরিষদে যাচ্ছেন না। কেউ তাঁকে খুঁজেও পাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, ‘উপজেলা চেয়ারম্যান কোথায় আছেন আমিও জানি না। তবে শুনেছি তিনি আমেরিকা যেতে পারেন।’ 

সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন বলেন, পরিষদের কাউকে না জানিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত। এত দিনে তাঁকে সোনাতলার কোথাও দেখা যায়নি। 

তিনি বলেন, ‘গত বছর চেয়ারম্যান এক মাসের ছুটি নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন। সেই সময় মন্ত্রণালয় থেকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার তিনি ছুটি নেননি এমনকি পরিষদের কাউকে কিছু জানাননি।’ 

উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের বড় ভাই ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুজ্জামান স্বপন বলেন, ‘আমাকেও কিছু জানাননি লিটন।’ 

মোবাইল ফোন বন্ধ রেখে কোথায় যেতে পারেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ কারণে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’ 

লিটনের স্ত্রী জহুরা খাতুন জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। 

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সাময়া বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আমাকেও কিছু জানাননি। তবে তিনি আমেরিকা গেছেন বলে শুনেছি।’ চেয়ারম্যান না থাকায় পরিষদের কাজের তেমন সমস্যা হচ্ছে না বলে ইউএনও জানান।

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার