হোম > সারা দেশ > নাটোর

স্কুলে টিফিনের ফাঁকে ছাত্রদের কাছে গাঁজা বেচেন তিনি

লালপুর (নাটোর) প্রতিনিধি 

গাঁজাসহ আটক যুবক আল আমিন। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্কুলের টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি। আজ বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক যুবক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, মাদক কারবারি আল আমিন হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করে আসছেন। আজ বুধবার তিনি গাঁজা বিক্রি করতে স্কুলে এসেছেন, এমন খবর পেয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। স্কুলের কোনো এক শিক্ষার্থী গাঁজা কেনার জন্য তাঁকে ডেকেছিল বলে আল আমিন স্বীকারোক্তি দেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছেন বলে শুনেছি। স্কুলে যাওয়া-আসার পথে তিনি ছাত্রীদের উত্ত্যক্ত করেন বলেও শিক্ষার্থীদের কাছ থেকে আজ অভিযোগ পেয়েছি।’ তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন।

এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটক আল আমিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার