রাজশাহীতে ট্রাকের চাপায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে জেলার পবা উপজেলায় বড়গাছি এলাকা এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩৫)। তিনি বড়গাছি এলাকার বাসিন্দা। মোহনপুর ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন তিনি।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, কলেজশিক্ষক মাসুদ রানা একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন।
এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেলে মাসুদ রানার স্ত্রীও ছিলেন। তিনিও গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত মাসুদ রানার মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।