হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বগুড়া প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার বিকেলে আজকের পত্রিকার বগুড়া কার্যালয়ে এ আয়োজন করা হয়। কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার বগুড়া প্রতিনিধি শাপলা খন্দকার সোমা। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত হোসেন, বাংলাভিশনের বগুড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া।

বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, ‘আজকের পত্রিকা খুব অল্প সময়ে খ্যাতি অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের এই খ্যাতি ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনায় আজকের পত্রিকা গণমানুষের কণ্ঠস্বর হয়ে এগিয়ে চলুক দুর্বার গতিতে।’ 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, ‘আজকের পত্রিকার পরিশ্রমী সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই আজকের পত্রিকা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন, মানবজমিন পত্রিকার উত্তরবঙ্গ প্রধান প্রতীক ওমর, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, ডেইলি স্টার পত্রিকার বগুড়া প্রতিনিধি মোস্তাফা সবুজ, এখন টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, ডেইলি বাংলাদেশের বগুড়া প্রতিনিধি ও জয়যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাসুম হোসেন, অনলাইন নিউজ পোর্টাল পুন্ড্রকথার ভারপ্রাপ্ত সম্পাদক অরূপ রতন শীলসহ সংবাদ প্রতিনিধিরা।

আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি খালিদ হাসান, আদমদীঘি প্রতিনিধি সাগর খান, শাজাহানপুর প্রতিনিধি আরিফুর রহমান মিঠু, শেরপুর প্রতিনিধি রঞ্জন কুমার দে, সারিয়াকান্দি প্রতিনিধি সাহাদত হোসেন, নন্দীগ্রাম প্রতিনিধি অদ্বৈত কুমার আকাশসহ জেলা পুলিশের সদস্যসহ অনেকে। 

অনুষ্ঠানে আজকের পত্রিকার বগুড়া প্রতিনিধি শাপলা খন্দকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল