নওগাঁয় একটি দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উল্লাসপুর দিঘিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দিঘিতে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গেলে মরদেহটি পানিতে ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেখানে ভিড় করতে থাকে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।