হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে পিকআপে আগুন, মামলায় গ্রেপ্তার ১ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পিকআপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মাসুদ রানা (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বটতলী-পাকার মাথা সড়কের ধারকি এলাকায় একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট থানায় নাশকতার মামলা দায়ের করেন ওই পিকআপের চালক বিল্পব হোসেন মণ্ডল। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। 

গ্রেপ্তার মাসুদ রানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব-রুকন্দিপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, নাশকতা মামলায় ইতিমধ্যে মাসুদ রানা নামের এক আসামিকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, নাশকতা মামলায় একজনে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। গ্রেপ্তার মাসুদ রানা বিএনপির একজন কর্মী।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা