হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে পিকআপে আগুন, মামলায় গ্রেপ্তার ১ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পিকআপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মাসুদ রানা (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বটতলী-পাকার মাথা সড়কের ধারকি এলাকায় একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট থানায় নাশকতার মামলা দায়ের করেন ওই পিকআপের চালক বিল্পব হোসেন মণ্ডল। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। 

গ্রেপ্তার মাসুদ রানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব-রুকন্দিপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, নাশকতা মামলায় ইতিমধ্যে মাসুদ রানা নামের এক আসামিকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, নাশকতা মামলায় একজনে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। গ্রেপ্তার মাসুদ রানা বিএনপির একজন কর্মী।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা