হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় পুলিশ-আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ভাঙচুর, বিএনপির আহ্বায়কসহ আটক ৩

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণের সময় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সিংড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ জানুয়ারির ভোট বর্জনের দাবিতে বেলা ১১টার দিকে সিংড়া বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় বিএনপি কর্মীদের পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রচারণা চালালে পুলিশ তাঁদের পথরোধ করে। তাতে বিএনপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের পিকআপ ভাঙচুর করেন।

এদিকে খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা সেখানে হাজির হয়। তাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ সেখান থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করে। আটক অন্য দুজন হলেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জার্জিস কাদির বাবু ও আসাদ আলী। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় একটি পেট্রলপাম্প ভাঙচুর করেছেন আওয়ামী লীগ কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে পুলিশের ওপর হামলা করেছেন বিএনপি কর্মীরা। তাতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা