হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে এক কিশোর। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম আবু সাদ (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের আশুর হাট গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। আহত কিশোরের নাম আজিম (১৫)। সে একই উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামের মো. আকুব্বরের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আজিমের মোটরসাইকেলের সঙ্গে এটির ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে আবু সাদের অবস্থার অবনতি হলে তাঁকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ