হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১০ মণ ওজনের একটি বিশালাকার শাপলা পাতা মাছ ধরা পড়েছে। রোববার (২৯ আগস্ট) ভোর ৭টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। 

মাছটি দেখতে দৌলতদিয়া থেকে শুরু করে গোয়ালন্দের অনেক মানুষ ভিড় করে। এ সময় মাছের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পরে। 

মাছটি বিক্রির উদ্দেশ্যে আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজার একতা মৎস্য আড়তে নিয়ে আসেন বাবু সরদার। পরে একতা মৎস্য আড়তের মালিক দুলাল মণ্ডলের মাধ্যমে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডলের কাছে মাছটি বিক্রি হরা হয়। ৮ হাজার টাকা মণ দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। 

গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার জেলে বাবু সরদার আজকের পত্রিকাকে জানান, তিনিসহ ৮ জন আজ ভোর ৬টায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে কৌনা জাল ফেলেন। জাল ফেলার ১ ঘণ্টা পর জাল তোলার সময় তারা বুঝতে পারেন অনেক বড় একটা কিছু আটকা পড়েছে। তখন জাল টানা শুরু করলে অতিরিক্ত ওজন টেনে তুলতে হিমশিম খেতে হয়েছে। অনেক কষ্টে জাল ওপরে তুলে শাপলা পাতা মাছটি দেখতে পান। 

অনেক দিন আগে এর থেকেও বড় একটি শাপলা পাতা মাছ পেয়েছিলেন বাবু। আবারও একটি বড় মাছ পেয়ে তিনি অনেক খুশি। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এটিকে বলে স্ট্রিং রে। পদ্মা নদীতে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তবে এই মাছ খাওয়ার দিক থেকে জনপ্রিয় না বলে দামও বেশি না। এখন নদীতে মাঝে মধ্যেই বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশ সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। 

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের