হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১০ মণ ওজনের একটি বিশালাকার শাপলা পাতা মাছ ধরা পড়েছে। রোববার (২৯ আগস্ট) ভোর ৭টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। 

মাছটি দেখতে দৌলতদিয়া থেকে শুরু করে গোয়ালন্দের অনেক মানুষ ভিড় করে। এ সময় মাছের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পরে। 

মাছটি বিক্রির উদ্দেশ্যে আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজার একতা মৎস্য আড়তে নিয়ে আসেন বাবু সরদার। পরে একতা মৎস্য আড়তের মালিক দুলাল মণ্ডলের মাধ্যমে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডলের কাছে মাছটি বিক্রি হরা হয়। ৮ হাজার টাকা মণ দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। 

গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার জেলে বাবু সরদার আজকের পত্রিকাকে জানান, তিনিসহ ৮ জন আজ ভোর ৬টায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে কৌনা জাল ফেলেন। জাল ফেলার ১ ঘণ্টা পর জাল তোলার সময় তারা বুঝতে পারেন অনেক বড় একটা কিছু আটকা পড়েছে। তখন জাল টানা শুরু করলে অতিরিক্ত ওজন টেনে তুলতে হিমশিম খেতে হয়েছে। অনেক কষ্টে জাল ওপরে তুলে শাপলা পাতা মাছটি দেখতে পান। 

অনেক দিন আগে এর থেকেও বড় একটি শাপলা পাতা মাছ পেয়েছিলেন বাবু। আবারও একটি বড় মাছ পেয়ে তিনি অনেক খুশি। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এটিকে বলে স্ট্রিং রে। পদ্মা নদীতে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তবে এই মাছ খাওয়ার দিক থেকে জনপ্রিয় না বলে দামও বেশি না। এখন নদীতে মাঝে মধ্যেই বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশ সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। 

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়