রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রণয় সরকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।
আজ শুক্রবার বিকেলে নলিয়া জামালপুর মেলার মাঠের পাশে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িতে কাকার বিয়ের বউভাত অনুষ্ঠান চলছিল। মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে সদাইপাতি আনতে যাচ্ছিলেন প্রণয়। নলিয়া মেলার মাঠের কাছে এলে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রণয়ের মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।