হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ এনে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। অধ্যাপকের পদত্যাগের স্লোগানে বিক্ষোভ মিছিলটি পাংশা সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে শিক্ষার্থীরা বলেন, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে সক্ষমতা তৈরি করে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত ফি আদাই, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ অভিযোগ এনে অধ্যক্ষের অপসারণের দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন। 

এসব অভিযোগের বিষয়ে জানতে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন