রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ এনে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। অধ্যাপকের পদত্যাগের স্লোগানে বিক্ষোভ মিছিলটি পাংশা সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে শিক্ষার্থীরা বলেন, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে সক্ষমতা তৈরি করে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত ফি আদাই, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ অভিযোগ এনে অধ্যক্ষের অপসারণের দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।