হোম > সারা দেশ > রাজবাড়ী

মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি ১২ মুসল্লি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদে দোয়া ও মাহফিলের মিষ্টি খেয়ে ১২ মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বহরপু‌র পশ্চিমপাড়া জামে মসজিদে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম ও সাইদুল ইসলাম সোহান। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।

সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনরা জানান, শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও মাহফিল হয়। মাহফিলে মিষ্টি (চমচম) খাওয়ার পরপরই ১২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়েছেন। চারজন বেশি অসুস্থ হওয়ায় ফরিদপুরে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁরা শঙ্কামুক্ত।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী