প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে এই রুটে আবার ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল জানান, বৈরী আবহাওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ শনিবার সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল শুরু করা হয়।