হোম > সারা দেশ > রাজবাড়ী

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সুষ্ঠুভাবে যান চলাচল ও ঘাট ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যকার নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। পারাপারের জন্য চলাচল করবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ।

আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। ঈদে ফেরি, লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সভা হয়।

সভায় বলা হয়, দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে তিনটি প্রস্তুত রাখা হয়েছে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া মেডিকেল টিমসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজিব, বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর কর্মকর্তা) মো. সেলিম হোসেন, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিনসহ সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিরা।

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা