হোম > সারা দেশ > পটুয়াখালী

সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় মির্জাগঞ্জে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। 

আজ বৃহস্পতিবার তিনজনকে ও গতকাল বুধবার দুজনকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সম্পাদক তানভীর হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বেলাল সিকদার, সহসভাপতি মো. সজিব মল্লিক, মো. মাসুম বিল্লাহ, মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজীব আহমেদ সানি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক। 

বহিষ্কৃত মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানি বলেন, ‘শুনেছি কে বা কারা আমার নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট করেছে। এ জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। যে আইডি দিয়ে বিষয়টি পোস্ট করা হয়েছে ওই আইডি সম্পর্কে আমি কিছুই জানি না। শত্রুতামূলক আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এ কাজ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের জন্য আমি জেলা ছাত্রলীগের কাছে অনুরোধ জানাচ্ছি।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী