হোম > সারা দেশ > পটুয়াখালী

সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় মির্জাগঞ্জে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। 

আজ বৃহস্পতিবার তিনজনকে ও গতকাল বুধবার দুজনকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সম্পাদক তানভীর হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বেলাল সিকদার, সহসভাপতি মো. সজিব মল্লিক, মো. মাসুম বিল্লাহ, মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজীব আহমেদ সানি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক। 

বহিষ্কৃত মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানি বলেন, ‘শুনেছি কে বা কারা আমার নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট করেছে। এ জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। যে আইডি দিয়ে বিষয়টি পোস্ট করা হয়েছে ওই আইডি সম্পর্কে আমি কিছুই জানি না। শত্রুতামূলক আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এ কাজ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের জন্য আমি জেলা ছাত্রলীগের কাছে অনুরোধ জানাচ্ছি।’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ

শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের

জামায়াতের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি: আলতাফ

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীর মৃত্যু

পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নুর