হোম > সারা দেশ > পটুয়াখালী

শিক্ষা ব্যবস্থা গোরস্থানে, দুর্নীতি শীর্ষস্থানে: আ. লীগ নেতা মাহবুব তালুকদার

পটুয়াখালী প্রতিনিধি

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা গোরস্থানে গেছে এবং দুর্নীতি শীর্ষস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। 
আজ বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি এ মন্তব্য করেন। এতে তিনি লিখেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা:-ছাত্ররা কোটায়, শিক্ষকেরা পেনশনে, অভিভাবকেরা টেনশনে, শিক্ষা ব্যবস্থা গোরস্থানে আর দুর্নীতি শীর্ষস্থানে।’

মাহাবুবুর রহমান পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ৪০ বছর ধরে দায়িত্ব পালন করছেন।

এদিকে দেশের চলমান পরিস্থিতিতে তার ফেসবুক স্ট্যাটাসের এ মন্তব্যে বিব্রত বোধ করছেন দলীয় নেতা কর্মীরা। অপরদিকে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর আজকের পত্রিকা’কে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে সে (মাহবুবুর রহমান) যে কথাটি বলেছেন, সেটি তার মতো একজন দায়িত্বশীল লোকের পক্ষে ঠিক নয়। আমরা বিষয়টি দেখছি, প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

আরও খবর পড়ুন:

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫