দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা গোরস্থানে গেছে এবং দুর্নীতি শীর্ষস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার।
আজ বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি এ মন্তব্য করেন। এতে তিনি লিখেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা:-ছাত্ররা কোটায়, শিক্ষকেরা পেনশনে, অভিভাবকেরা টেনশনে, শিক্ষা ব্যবস্থা গোরস্থানে আর দুর্নীতি শীর্ষস্থানে।’
মাহাবুবুর রহমান পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ৪০ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে তার ফেসবুক স্ট্যাটাসের এ মন্তব্যে বিব্রত বোধ করছেন দলীয় নেতা কর্মীরা। অপরদিকে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
আরও খবর পড়ুন: